কালিয়াগঞ্জ-এর বিভিন্ন বুথে সকাল থেকেই লম্বা লাইন

0
1

সকাল সকাল ভোট দিতে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথেই লম্বা লাইন পড়েছে। শীতকালে ভোট হলেও ভোট শুরু প্রায় এক ঘন্টা আগে থেকে এখানে পুরুষ ও মহিলারা খুব উৎসাহের সঙ্গে ভোটদানের লাইনে দাঁড়িয়েছেন।

এই বিধানসভা কেন্দ্রে প্রায় ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সকাল থেকে উৎসবের মেজাজে ভোটগ্রহণ চলছে উত্তর দিনাজপুরের এই বিধানসভা কেন্দ্রটিতে।