পাঁচতারা হোটেলের বলরুমে ক্যামেরার সামনে তিন দলের 162 বিধায়কের শপথ। হাত তুলে তাঁরা শপথ নিলেন, আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকব। কোনও অবস্থাতেই আমরা ক্রশ ভোটিং করব না। সোমবার রাতে মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের সঙ্গে গোটা দেশও। সুপ্রিম কোর্টে রায় বেরনোর আগের দিন এই ঘটনা পরোক্ষে বিচারব্যবস্থার উপর হস্তক্ষেপের চেষ্টা কীনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শিবসেনা, এনসিপি, কংগ্রেস নেতারা বলছেন, বিজেপির বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যে ঐক্যবদ্ধ আছে সেই বার্তা দিতেই মহা-প্যারেডের উদ্যোগ। এই প্রকাশ্য শক্তি-প্রদর্শনে সংখ্যা নিয়ে সব সংশয় দূর হবে।































































































































