ঐতিহাসিক পিঙ্ক টেস্ট জিতে নিয়েছে ভারত। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে এই ঐতিহাসিক টেস্ট জয় ভারতের ক্রিকেটীয় ইতিহাসে এক নয়া নজির, তা বলাই যায়। আর তিলোত্তমার বুকে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলে জয় পাওয়ায় শহর কলকাতাকে ‘চমৎকার’ বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
তৃতীয় দিন খেলা শুরুর ৪৫ মিনিট পরেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এর ফলে এক ইনিংস ও ৪৬ রানে জয় হয় টিম ইন্ডিয়ার। আর ম্যাচ শেষে নিজেদের জয়ের মুহূর্তের কিছু ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন বিরাট।
আর সেই পোস্টের ক্যাপশনে ক্যাপ্টেন কোহলি লেখেন, ‘কলকাতা ভীষণ ভাল, চমৎকার। অপূর্ব এই শহর এবং অপূর্ব এই শহরের মানুষজন। অসাধারণ অনুভূতি। এই মুহূর্তকে সামনে নিয়ে আমাদেরে এবার এগিয়ে যাওয়ার পালা।’ বিরাটের এই ট্যুইট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Kolkata you have been amazing. ??
Terrific display by the lads. ??Let’s keep the momentum going ?? pic.twitter.com/TBrP1fGNKw— Virat Kohli (@imVkohli) November 24, 2019






























































































































