“অযোধ্যা রায়ে ধৈর্য দেখিয়েছেন দেশবাসী”, ‘মন কি বাত’-এ প্রশংসা মোদির

0
6

অযোধ্যার বিতর্কিত জমি মামলায় রায়ে দেশের মানুষ যেভাবে তাঁদের পরিণত মনস্কতা ও ধৈর্য দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ‘মন কি বাত’-তে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার ছিল তাঁর মাসিক রেডিও ভাষণ অনুষ্ঠানের ৫৯তম পর্ব। সেখানে মোদি বলেন, দেশের ১৩০ কোটি মানুষ দুনিয়াকে বার্তা দিতে পেরেছেন যে দেশের স্বার্থের উপরে কিছুই হতে পারে না।

গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায়ে শীর্ষ আদালত জানায়, বিতর্কিত জমিতে ২.৭৭ একরে হবে রামমন্দির। মসজিদ তৈরির জন্য অযোধ্যার মধ্যেই ৫ একর জমি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গেই ধৈর্য ও সহনশীলতার জন্য দেশবাসীকে সাধুবাদ জানান মোদি।

পাশাপাশি, সার্চ ইঞ্জিন গুগলকে নিয়েও ‘মন কি বাত’ অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গুগল আসায় পড়ার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। কিশোরদের বই পড়ার পরামর্শ দেন মোদি।