এই মুহূর্তে তিনি এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর নামেই ভোট হয়। পর পর দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত। তারও আগে গুজরাতের চারবারের মুখ্যমন্ত্রী। সেই তিনি, নরেন্দ্র দামোদর মোদির কীনা রাজনীতিতে আসার কোনও প্ল্যানই ছিল না!
রবিবার রেডিওর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই গোপন কথা ফাঁস করেন মোদি নিজেই। এনসিসি শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে বলেন, আমার রাজনীতিতে আসার কোনও ইচ্ছা ছিল না। কোনওদিন রাজনীতি করব এমন কথা আগে চিন্তাও করিনি। তবু আজ আমি রাজনীতিক। আমি এখন যেখানে আছি সেখানে আমার লক্ষ্য দেশের কল্যাণে কাজ করা, দেশের সেবা করা। আমি আমার জীবন দেশকে সমর্পণ করেছি।
মোদি জানান, স্কুলে পড়ার সময় তিনি নিয়মিত এনসিসি করতেন। কিন্তু কখনও তাঁকে শাস্তি পেতে হয়নি। কারণ তিনি খুবই শান্ত ও শৃঙ্খলাপরায়ণ ছিলেন।































































































































