৪ তারিখই ভাটপাড়ায় অনাস্থা, ঘোষণা জ্যোতিপ্রিয়র

0
3

অনাস্থা আনার কথাই ছিল। এবার দিনও ঘোষণা করে দিল তৃণমূল। ৪ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব অনা হচ্ছে বলে জানিয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। তারপরে শাসকদলের শিবিরে তিনি ভাঙন ধরান বলে অভিযোগ।

তবে কিছুদিন পর থেকেই প্রেক্ষাপট বদলাতে থাকে। বিজেপির হাত থেকে পুরসভাগুলি পুনর্দখল করতে শুরু করে তৃণমূল। এমনকী, বিজেপিতে যাওয়া ১২জন কাউন্সিলরও ফিরে আসেন। এর জেরে ভাটপাড়া পুরসভায় তাদের কাউন্সিলর সংখ্যা ১৭ বলে দাবি শাসকদলের। সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভায় বিজেপির কাউন্সিলর ১৪ ও সিপিআইএমের ১। এই পরিস্থিতিতে ৪ ডিসেম্বর বিজেপি পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল।