পিঙ্ক টেস্টে ‘বিরাট’ সেঞ্চুরি কোহলির

0
4

পিঙ্ক টেস্টকে আরও বেশি ঐতিহাসিক করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইডেনের বাইশ গজে গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট খেলছে ভারত ও বাংলাদেশ। আর তাতেই ‘বিরাট’ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন কোহলি।

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট নিয়ে গত এক মাস ধরে উন্মাদনা চলছে ক্রিকেটমহলে। প্রত্যাশিতভাবে শুক্রবার ইডেন গার্ডেন্সে পিঙ্ক টেস্টের সূচনার দিন ছিল জমজমাট আবহ। বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্যদোয়াপাধ্যায় ইডেন বেল বাজিয়ে এই ঐতিহাসিক ম্যাচের সূচনা করেন। এছাড়াও ক্রিকেট জগত সহ ক্রীড়া জগতের তাবড় তাবড় তারকারা হাজির হয়েছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। আর সেই টেস্টে সেঞ্চুরি করে নয়া নজির গড়লেন বিরাট।

প্রথম দিন টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নামলেও ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মহম্মদ শামির বোলিং দাপটে বিকেলেই ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। তারপর ভারত ব্যাট করতে নামলেও পিঙ্ক টেস্টে দাগ কাটতে পারেননি দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা হাফ সেঞ্চুরি করেন। কিন্তু পিঙ্ক টেস্টে সকলের নকর কারলেন ক্যাপ্টেন কোহলি। প্রথমে পূজারা ও পরে অজিঙ্কা রাহানাকে সঙ্গে নিয়ে পিঙ্ক টেস্টে ১৫৯ বলে ঐতিহাসিক সেঞ্চুরি করলেন বিরাট। তাঁর এই সেঞ্চুরিতে স্বভাবতই খুশির হাওয়া বইছে ইন্ডিয়ান ড্রেসিং রুমে।