মিম-নেতা আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে ট্যুইটারে তোপ দাগলেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। ট্যুইটে তিনি লিখেছেন, “আমার মতে জাকির নায়েকের থেকেও বেশি বিপজ্জনক এই আসাদউদ্দিন ওয়েইসি।ধর্মকে কাজে লাগিয়ে উগ্রপন্থা ছড়াচ্ছে জাকির আর ধর্মকে হাতিয়ার করে নিজের রাজনৈতিক স্বার্থ পূরণ করছে ওয়েইসি। আমরা সব ধরনের মৌলবাদীকেই শত্রু বলে গণ্য করি। এরা গণতন্ত্রের আড়ালে ধর্মতন্ত্র চালায়।

প্রসঙ্গত, এই ওয়েইসি’র বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




























































































































