ভাইপো অজিত পাওয়ার এনসিপি বিধায়কদের সই নিয়ে জালিয়াতি করেছেন বলে অভিযোগ তুললেন শারদ পাওয়ার। এনসিপি সুপ্রিমো বলেন, জোট প্রক্রিয়া চলাকালীন সব বিধায়কদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। তার একটি কপি ছিল অজিত পাওয়ারের কাছে। তিনি সম্ভবত সেটিই রাজভবনে জমা দিয়েছেন। এনসিপি বিধায়করা ঐক্যবদ্ধই আছেন। দলবিরোধী কাজের অভিযোগে এদিন ভাইপো অজিতকে এনসিপি পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন শারদ পাওয়ার।































































































































