শরদ পাওয়ারকে বিশ্বাস করে শুধু শিবসেনার মুখ পড়ল তাই নয়, ডুবতে হলো সোনিয়া গান্ধীকেও। মহারাষ্ট্রের শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফড়নবিশ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শরদ পাওয়ারের অনুমতি নিয়েই এনসিপি’র সমর্থন নিয়েছে বিজেপি। তাদের লিখিত প্রতিশ্রুতি গভীর রাতে পাওয়ার পরেই সকালে সরকার গড়ার প্রস্তুতি নেওয়া হয়, শপথও তড়িঘড়ি করে নিয়ে রাজনৈতিক মহলকে চমক দেন। ঘটনার ঘনঘটায় বিস্মিত শিবসেনা। গভীর রাতে তারা ত্রিপাক্ষিক বৈঠক সেরে হাসিমুখে বেরিয়েছিলেন। সকালে ঘুমের ঘোর কাটার আগেই শপথ অনুষ্ঠান দেখে চমকে যান। দেবেন্দ্র ফড়নবিশ ঘনিষ্ঠমহলে বলেছেন শিবসেনা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার জবাব পেয়ে গেল শরদ পাওয়ারের কাছ থেকে। রাজনীতিতে বিশ্বাসভঙ্গ করলে কি হয় তা এবার বুঝুক শিবসেনা।































































































































