২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করছে রাজ্য বিধানসভা। সেই সংবিধান দিবসের অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেস বিবৃতি দিয়ে ওই অনুষ্ঠানে যোগদান করার কথা জানিয়েছেন খোদ রাজ্যপালই।
আগামী ২৬ও ২৭ নভেম্বর, দু’দিন ধরে সংবিধান দিবস পালন করবে রাজ্য বিধানসভা। এই অনুষ্ঠানকে সামনে রেখে বেশ কিছু সংবিধান বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু এই অনুষ্ঠানে রাজ্যপাল কে আমন্ত্রণ জানানো হবে কিনা সে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়। তারপর শুরু হয় জলঘোলা। শুক্রবার বেশি রাতে একটি প্রেস বিবৃতি জারি করে রাজ্যপাল জানান ২৬ নভেম্বর বিধানসভার অধিবেশনে তিনি থাকবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্ব নিয়ে আলোচনা হবে। আমি মনে করি সংবিধানই দেশের সুপ্রিম আইন। প্রত্যেক নাগরিকের তা মেনে চলা উচিত। বিবৃতিতে রাজ্যপাল রাজ্য সরকারের আমন্ত্রণের কথা শুধু জানাননি, সেইসঙ্গে রাজভবনে সংবিধান দিবস অনুষ্ঠান করার কথা জানিয়ে রাজ্য সরকারের প্রতিনিধিদের আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।





























































































































