গোলাপি ইডেনে রঙিন জুটি

0
2

মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা। তারপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 25 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এবার শোভন-বৈশাখীকে দেখা গেল
ক্রিকেটের নন্দনকাননে ঐতিহাসিক টেস্টের গ্যালারিতে।
টস থেকে জলপানের বিরতি পর্যন্ত ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

রংমিলান্তিতে এখানেও ভাটা পড়েনি। তবে চেনা পরিচিত শাড়িতে নয়, এদিন বৈশাখীর পরনে ছিল কালো শিমার টপ। গ্ল্যামারাস বৈশাখীর পাশে কালো কুর্তা আর তার সাদা জ্যাকেটে সেজেছিলেন শোভন চট্টোপাধ্যায়।
জলপানের বিরতির সময় গাড়ি করে বেরিয়ে যেতে দেখা যায় দুজনকে। তবে, তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও দোলাচল কাটেনি।