অনশন আন্দোলন চলাকালীন এক পার্শ্বশিক্ষিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল সংসদ। পশ্চিম মেদিনীপুরের পার্শ্বশিক্ষিকা রেবতী রাউতের অস্বাভাবিক মৃত্যু হয়। এই নিয়েই শুক্রবার সংসদের অধিবেশনে সুর চড়ান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
একাধিক দাবিদাওয়া আদায়ে বিকাশ ভবনের সামনে চলছে পার্শ্বশিক্ষকদের অনশন। এই ইস্যুতে এদিনের অধিবেশনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লকেট। তিনি অভিযোগ করেন, পনেরো দিনের বেশি দিন ধরে আন্দোলন চললেও, রাজ্য সরকারের তরফে কেউ একবারও দেখতে যাননি। পশ্চিম মেদিনীপুরের এক পার্শ্বশিক্ষিকার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন লকেট। বাংলায় শিক্ষকদের অবস্থা শোচনীয় বলেও মন্তব্য করেন হুগলির সাংসদ।
এদিন, প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে পার্শ্বশিক্ষকদের আন্দোলনের বিষয়টা প্রথমে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বসেন, কলকাতায় পার্শ্বশিক্ষকদের অনশন চলছে। ইতিমধ্যেই একজনের মৃত্যুও হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে বলার অনুমতি চাইলেও স্পিকার ওম বিড়লা তাতে রাজি হননি। কিন্তু এরপরেও থামেননি বাবুল। মন্ত্রী হিসেবে সভার নিয়ম লঙ্ঘন না করার অনুরোধ করেন স্পিকার। তারপরেই বসে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































