পার্শ্বশিক্ষকদের আন্দোলনে উদ্বিগ্ন রাজ্যপালের টুইট মুখ্যমন্ত্রীকে

0
4

বিভিন্ন বিষয় নিয়ে যখন রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত অব্যাহত, সেই পরিস্থিতিতেই পার্শ্বশিক্ষকদের অনশন আন্দোলন নিয়ে মন্তব্য করলেন জগদীপ ধনকড়। দু’পক্ষের মধ্যে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করেছেন রাজ্যপাল। নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি জানান, কমপক্ষে হাজার খানেক পার্শ্বশিক্ষক ১১ তারিখ থেকে আন্দোলন করছেন। শুক্রবার থেকে তাঁদের মধ্যে ৩৭ জন অনশন শুরু করেছেন। এর জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এমনকী পশ্চিম মেদিনীপুরে রেবতী রাউত আন্দোলনের জেরেই মারা গিয়েছেন বলে মত রাজ্যপালের। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দু’পক্ষের মধ্যে আলোচনা চেয়েছেন রাজ্যপাল।

এর আগে রাজ্যের একাধিক বিষয় রাজ্যপালের বিরুদ্ধে অযথা নাক গলানোর অভিযোগ তুলেছে শাসকদল। বাবুল সুপ্রিয়ের যাদবপুরের হেনস্থাই হোক বা বর্তমানে কপ্টার বিতর্ক রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এই পরিস্থিতিতে কার্যত পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালের মন্তব্য আগুনে ঘি ঢালবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় প্রচারে এগিয়ে জোড়াফুল, দৌড়ে বিজেপিও