উদ্ধব না সঞ্জয়, কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী?

0
4

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকেই দেখতে চান তাঁর দলের বিধায়করা। এমনকী এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার নিজেও এবিষয়ে উদ্ধবকে অনুরোধ করেছেন বলে খবর। কিন্তু উদ্ধব ঠাকরে নিজে মুখ্যমন্ত্রী পদে বসতে আগ্রহী নন। তিনি সংগঠনে থেকেই জোট সরকারের সমন্বয়ের কাজ করতে চান। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদে শিবসেনার রাজ্যসভার সাংসদ ও দলীয় মুখপত্র ‘সামনা’র কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় রাউতের নাম শোনা যাচ্ছে। গত ২৫ দিন ধরে ক্রমান্বয়ে শিবসেনার দাবি তোলা ও বিজেপিকে আক্রমণের কাজটি অক্লান্তভাবে করে গিয়েছেন উদ্ধব-ঘনিষ্ঠ এই নেতা। সঞ্জয় রাউত ছাড়া লোকসভার সাংসদ অরবিন্দ সাওয়ান্তের নামও উঠছে। বিজেপির সঙ্গে বিচ্ছেদের পর মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন সাওয়ান্ত।

আরও পড়ুন-মহারাষ্ট্রে সুবিধাবাদী জোট সরকার বড় জোর ৬ থেকে ৮ মাস চলবে: গডকড়ি