৬৪তে ছাদনাতলায়! কলিমুদ্দিন শামসের জুতোয় পা গলাচ্ছেন সংখ্যালঘুমন্ত্রী!

0
4

শেষবার বাংলার কোনও মন্ত্রী ৬০ পেরিয়ে ছাদনাতলায় বসেছিলেন সেই বাম আমলে, আশির দশকের শেষ দিকে। মন্ত্রীর নাম ছিল কলিমুদ্দিন শামস। ৬৪ বছরের কলিমুদ্দিন বিয়ে করেছিলেন ২১-এর তরুণীকে। সে নিয়ে নানা মুচমুচে গল্প চলেছিল বেশ কিছুদিন। এবার রাজ্যের আর এক মন্ত্রী কলিমুদ্দিনের জুতোতেই পা গলাতে চলেছেন। তিনি সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিধায়ক। বয়স ৬৪।

ডায়াবেটিস আর বয়সজনিত নানা রোগ নিয়ে কেন তাঁকে বিয়ের আসরে বসতে হচ্ছে? মন্ত্রী বলছেন পারিবারিক চাপে। বছর দেড়েক আগে স্ত্রী হাফিজা বিবি প্রয়াত হয়েছেন। তিন ছেলে কর্মসূত্রে বাইরে। বাড়িতে থাকেন একমাত্র দিদি, যাঁর বয়সও ৭০ ছুঁই-ছুঁই। ফলে দেখভাল করার লোক নেই। সকালে চলে এলাকার কাজ। তারপর বেরিয়ে পড়তে হয় রাইটার্সে। উস্তি থেকে কলকাতা। ফের ফেরার পথে নানা রাজনৈতিক কর্মকাণ্ড সেরে বাড়ি ঢুকতে বেজে যায় রাত বারোটা। এভাবে বৃদ্ধা দিদির পক্ষেও সংসার সামলনো আর সম্ভব হচ্ছে না। মূলত তাঁর কথাতেই বিয়েতে রাজি হয়েছেন রাজ্যের মন্ত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষেই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলবেন। পাত্রীর ঠিকানাও দক্ষিণ ২৪পরগণা। কথা শেষ। শুরু প্রস্তুতি। যদিও একটু কাষ্ঠহাসি হেসে মন্ত্রী বলছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি!