টেলিকম নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

0
4

দেশের টেলিকম শিল্পের জন্য সুখবর। স্পেকট্রামের বকেয়া মেটানোর জন্য দু বছরের জন্য ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বুধবার রাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপত্বিতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা জানান। এই ঘোষণার ফলে কিছুটা হলেও স্বস্তিতে ভোডাফোন, এয়ারটেল মতো সংস্থার। সূত্রের খবর, মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে ২০২০-২১ ও ২০২১-২২ সালের আর্থিক বছরে এয়ারটেল, রিলায়েন্স ও ভোডাফোন এর ৪২০০০ কোটি টাকার ঋণ মকুব করা হবে। এরপর নির্মলা সীতারামন জানান, কোনও সংস্থাকে বিপদে ফেলা নয়। বরং আরও যাতে তারা উন্নতি করতে পারে সেই দিকেই নজর দেওয়া হবে।

এয়ারটেল, রিলায়েন্স ও ভোডাফোন সহ মোট আটটি সংস্থার থেকে কেন্দ্রীয় সরকারের প্রাপ্য ৯২৬৪১ কোটি টাকা। এই বিপুল অর্থ শোধ করতে টেলিকম সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। এরপরই তারা কর মকুব করার জন্য আবেদন করে। সেই মর্মেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন-শহর জুড়ে শীতের আমেজ, তবে দীর্ঘস্থায়ী নয়