দ্রুত অসুস্থতা কাটিয়ে বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্রে ঘুরলেন সাংসদ নুসরত জাহান। জেলা পুলিশ কর্তাদের সঙ্গে প্রথমে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারপর নিজের কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন৷ টাকি ও হাড়োয়ায় দু’টি অনুষ্ঠানেও যোগ দেন। হাড়োয়া ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূলের NRC-বিরোধী সভায় সাংসদ নুসরত বলেন, ‘NRC নিয়ে যাঁরা ভয় দেখাবে তাঁদেরকে ঝাঁটা মেরে বিদায় করুন।’