প্রধানমন্ত্রীকেই এবার ‘নির্বাচনী বন্ড কেলেঙ্কারি’-তে নিশানা করলো কংগ্রেস।
লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি, রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ এবং উপনেতা আনন্দ শর্মা, প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছেন।
কংগ্রেসের অভিযোগ, তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নিজে নিয়ম ভেঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী বন্ড কেনার বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছেন। এই বন্ড একটি বিশাল কেলেঙ্কারি। কারণ, এখানে যে অর্থ দিচ্ছে, তাকে টাকার উৎস বলতে হয় না। আবার রাজনৈতিক দলকেও জানাতে হয় না কে টাকা দিচ্ছে। কোনও ঊর্ধ্বসীমাও নেই। এই ভাবে ৬,১২৮ কোটি টাকার ৯৫ শতাংশই বিজেপি অ্যাকাউন্টে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, গত বছর কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় বিধানসভা নির্বাচনের আগে এই বন্ড কেনার সুযোগ তৈরি করে দেন প্রধানমন্ত্রী নিজেই। সেই সময় আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ এতে আপত্তি জানান। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সচিবালয় বন্ডের নিয়ম বদলাতে বলে।































































































































