গণপিটুনিতে মৃত হল দুজনের। ঘটনাস্থল ফের কোচবিহার। তুফানগঞ্জের পরে এবার কোচবিহার ১ নম্বর ব্লক। বৃহস্পতিবার ভোর রাতে, রবিউল ইসলাম ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি একটি নম্বরবিহীন পিকআপ ভ্যানে ২টি গরু নিয়ে যাচ্ছিলেন। তাঁরা কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী পথ দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই গাড়ি আটকে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গণধোলাইয়ে দুজনের মৃত্যু হয় বলে অভিযোগ। পাশাপাশি, তাদের গাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ২ ব্যক্তিকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করানোর কিছুক্ষণ পরেই হাসপাতালেই মৃত্যু হয় ২ ব্যক্তির। কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বকর জানান, গণপিটুনিতেই ২জনের মৃত্যু হয়েছে। তদন্তে নেমে ১২জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন-দু’কোটি টাকার মাদক উদ্ধার এসটিএফের, গ্রেফতার দুই পাচারকারী





























































































































