‘দিদিকে বল’ কর্মসূচির জের, হাওয়া ঘুরছে উত্তরবঙ্গের জেলায়

0
3

একের পর এক কর্মসূচি এবং তৃণমূল স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো। এটাই ছিল মূল লক্ষ্য। সেই লক্ষ্য অবিচল থাকার কারণেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দুই জেলায় ক্রমশ নিজেদের হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দুই জেলার নেতৃত্ব নিয়ে বৈঠক বৈঠক করে টিম পিকে। সেখানে দেখা গিয়েছে নির্বাচনী গ্রাফ ক্রমশ উন্নত হচ্ছে শাসক দলের।

যে দুই জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক হয়েছিল, তা হল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। দুই জেলায় মোট ১২টি বিধানসভা রয়েছে। গত লোকসভার নিরিখে ১১টিতেই এগিয়েছিল বিজেপি। কিন্তু বর্তমান সমীক্ষা বলছে এই মুহূর্তে যদি বিধানসভা ভোট হয় তাহলে ১২টির মধ্যে ৬টিতে জেতার প্রশ্নে নিশ্চিত তৃণমূল। এবং এর পিছনে রয়েছে ‘দিদিকে বল’ কর্মসূচি। এই কর্মসূচিকে আরও জোরদার করলে বাকি ৬টিতেও অনেকখানি সামাল দেওয়া যাবে বলে টিম পিকের ধারণা। বৈঠকে জেলার তৃণমূল এবং যুব নেতৃত্ব ছাড়াও ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস।

বৈঠকে টিম পিকে তালিকা ধরে ধরে জানিয়ে দেয় কোথায় কোথায় ‘দিদিকে বল’ কর্মসূচি হয়নি। ফলে জেলা নেতারা অস্বস্তিতে পড়ে যান। ঠিক হয়েছে যেখানে এই কর্মসূচি হয়নি সেখানে কাউন্সিলার কিংবা দলীয় নেতাদের যুক্ত করা হবে। স্পষ্ট নির্দেশ, দিদিকে বল কর্মসূচি করতেই হবে। এর ফলে মানুষের ক্ষোভ ক্রমশ কমছে। হাওয়া ঘোরার ৬টি বিধানসভার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার রয়েছে বলে খবর।