মহানায়কের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, উত্তমকুমারকে নিয়ে তৈরি তথ্যচিত্রে স্থগিতাদেশ আদালতের

0
2

মহানায়ক উত্তমকুমারকে নিয়ে তথ্যচিত্রের উপর স্থগিতাদেশ দিল আদালত। আলিপুর আদালত আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ দেয়। আদালতের নির্দেশ, ওই সময়ের মধ্যে ওই তথ্যচিত্রটি সম্প্রচার করা যাবে না।

সম্প্রতি, এক চিত্র পরিচালক উত্তমকুমারকে নিয়ে তথ্যচিত্রে
তৈরি করেন। সেটি সম্প্রচারের দিনও ধার্য হয়। উত্তমকুমারের পরিবারের তরফে আইনজীবী জয়ব্রত আইচ ও রাজুরাম সাউয়ের অভিযোগ, ওই ডকু ফিচারের ট্রেলার দেখে তাঁদের মনে হয়েছে, যে এতে মহানায়কের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সেই কারণেই তাঁরা আলিপুর আদালতে মানহানির মামলা দায়ের করেন। পাশাপাশি, স্থগিতাদেশ চেয়েও আবেদন করা হয়। এরপরই আদালত এই আদেশ দেয়।