সাবিত্রী-কৃষ্ণেন্দু কোথায়? মুখ্যমন্ত্রীর জেলা সফরে দুই নেতাকে নিয়ে জল্পনা

0
5

মালদহের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরেই অদ্ভুতভাবে অনুপস্থিত জেলার দুই স্তম্ভ সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু চৌধুরী। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মৌসম বেনজির নূর। নেত্রী তাঁকে সঙ্গে রেখে কার্যত বুঝিয়ে দিলেন, জেলায় তাঁর ওপরই আস্থা রাখছেন।

মুখ্যমন্ত্রীর সভায় লক্ষ্যণীয় ছিল মৌসমের প্রশংসা। তিনি বলেন, মৌসম হয়তো ছোট, কিন্তু একবারের বিধায়ক, দু’বারের সাংসদ। এছাড়াও জেলা সভাপতি হিসেবে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মালদহের প্রশাসনিক সভায় দেখা যায়নি দুই হেভিওয়েট নেতা সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু চৌধুরীকে। সাবিত্রী কেন আসেননি? জানা গিয়েছে তাঁকে নাকি ভুতনি সেতু উদ্বোধনে পাঠিয়েছিলেন নেত্রী। কিন্তু কৃষ্ণেন্দু চৌধুরি না আসা নিয়ে জবাব দিয়েছেন স্পষ্ট। বলেছেন, ওই বৈঠকে থাকার জন্য নেত্রী আমায় তো আমন্ত্রণ জানাননি! দুজনকেই কী ছাঁটা’ইয়ের কাজ শুরু করলেন নেত্রী! ভবিষ্যৎই বলবে।

আরও পড়ুন-কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের বাড়িতে মুখ্যমন্ত্রী, দিলেন সাহায্য