কঙ্কালসার ডিভাইডার, নিয়ম ভেঙেই ছুটছে গাড়ি

0
6

রাস্তায় বসানো রয়েছে ডিভাইডার। সেটা তো শুধুই নাম মাত্র। আর কিছুই নয়। হতে পারে শুধু লোক দেখানো ডিভাইডার। ডিভাইডার গুলি দুমড়ে মুচড়ে একসার। তাও বসানো রয়েছে। একটার গায়ে একটা হেলে পড়েছে। কোনোটার আবার কোনও খোঁজ নেই। তার ওপর দিয়ে অবিরাম ছুটছে গাড়ি। নিয়ম ভেঙে। এ ছবি চোখে পড়বে শহরের সর্বত্র। এই লেন ভাঙার বিষয়টি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে শহরে। চালকদের বেপরোয়া মনোভাবে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। লেন মানতে বাধ্য করতেই শহরের রাস্তায় সারি দিয়ে বসানো হয় এই স্প্রিং পোস্ট। তবে সেসব না মেনে কার্যত তার ওপর দিয়েই নিয়ম ভেঙে চলে যায় গাড়ি। হয়ত নিয়ম ভাঙাই তাঁদের নিয়মের মধ্যে পড়ে। চাকার নীচে পড়ে কঙ্কালসার ডিভাইডার গুলি অবহেলাতেই থাকে। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সন্তোষ পাণ্ডে বলেন, “যেগুলি ভেঙে গিয়েছে, সেগুলি আবার লাগানো হবে। লেন ঠিক রাখতে হবে।”

কিছু ট্রাফিক পুলিশ জানিয়েছেন, ‘লেন না মেনে গাড়ি চালানোর অভ্যাস বাস চালকদের বেশি। বেশ কিছু দুর্ঘটনার মূলে হল পথে লেন না মেনে গাড়ি চালানো।’ অন্যদিকে আরও এক পুলিশ কর্তার কথায় জানা গিয়েছে, ‘এই অভ্যাস গাড়ি চালকদের ক্ষেত্রে নতুন কিছু নয়। কড়া তো হতেই হবে। সেই সঙ্গে জোড় দিতে হবে সচেতনতায়।’

আরও পড়ুন-করিমপুর উপনির্বাচনে তৃণমূলের হাতিয়ার NRC, বঞ্চনার তালিকা তুলে ধরছে আত্মবিশ্বাসী বিজেপি