ভারতীয় সংবিধানের ৭০ বছর পূর্তি উপলক্ষে সংবিধান দিবস পালন করতে চলেছে রাজ্য সরকার। আগামী ২৬ ও ২৭ নভেম্বর সংবিধান দিবস পালন করা হবে রাজ্য বিধানসভায়। তার জন্য বসবে বিশেষ অধিবেশন। বিশিষ্ট একাধিক অতিথিদের সংবিধান দিবসে আমন্ত্রণ জানাচ্ছে রাজ্য সরকার। যদিও রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। এ ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন।
অন্যদিকে, আগামী ২৫ নভেম্বর বসবে সর্বদল বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি অর্থাৎ বিধানসভার কার্যাবলী সংক্রান্ত বৈঠক বসবে ২৮ নভেম্বর, এমনটাই জানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দেখুন কী বললেন পার্থ…
আরও পড়ুন-সারমেয়দের নিয়ে সংসদে সরব মিমি, নেটিজেনদের কটাক্ষ






























































































































