কার্তিক ফেলার প্রতিবাদ, রোষের মুখে কী হল বাড়ির মালিকের?

0
3

কার্তিকপুজোর আগে বাড়িতে মূর্তি ফেলার প্রতিবাদ করেন বাড়ির মালিক। এর জেরে রোষের মুখে প্রাণ হারালেন ফণী সাঁপুই। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তীর কুমোরখালি গ্রামে।

রবিবার, কার্তিক ফেলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন ফণী সাঁপুই। এতেই খেপে ওঠেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর সেটাই হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ফণীকে গাছে বেঁধে মারধর করা হয়। সেই সময়ে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়। ফণীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

আরও পড়ুন-শত্রু নিকেশ করতে সেনাদের জন্য ‘আয়রন ম্যান’ স্যুট বানালেন এক যুবক