গান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে এবার সংসদে সরব কংগ্রেস। লোকসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এই নিয়ে জবাব চান কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী।
তিন দশকের বেশি সময় ধরে গান্ধি পরিবার এসপিজি নিরাপত্তা পেত। সম্প্রতি তা প্রত্যাহার করেছে কেন্দ্র। মঙ্গলবার, এই সিদ্ধান্ত নিয়ে তুমুল হৈ হট্টগোল হয় লোকসভায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাব চান বিরোধীরা। এদিন লোকসভায় উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। কিন্তু প্রবল হট্টগোলের স্লোগানের মধ্যে কক্ষ ছাড়েন অমিত শাহ। এর পর ওয়াকআউট করে কংগ্রেসও।
চলতি মাসেই কেন্দ্রের তরফে জানানো হয়, এসপিজি-র বদলে জেড প্লাস নিরাপত্তা পাবেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেস প্রশ্ন তোলে, যে পরিবারের দু’জন সদস্য সন্ত্রাসবাদীদের হানায় প্রাণ হারিয়েছেন, কেন তাঁদের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র? এ দিন অধিবেশনে এই বিষয়েই সরব হয় কংগ্রেস। ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা।
স্পিকার ওম বিড়লা বারবার জায়গায় ফিরে যেতে অনুরোধ করলেও, কাজ হয়নি। এর পর কংগ্রেস নেতারা ওয়াকআউট করেন।































































































































