কোন তারকাদের সংবর্ধনা দেবে বিসিসিআই, জানেন কী?

0
8

২২শের ইডেনে তারকার মেলা। দেশের প্রাক্তন অধিনায়ক আর প্রাক্তন সেরা খেলোয়াড়দের সংবর্ধিত করা হবে নন্দন কাননের মাঠে। কে থাকছেন না? শচীন, দ্রাবিড়, লক্ষ্মন, গাভাসকার, কপিল দেব, আজহারুদ্দিন, নরি কন্ট্রাক্টর, চাঁদু বোরদে সহ সেরার সেরারা। তালিকা আরও দীর্ঘ হবে। থাকছে ২০০০ সালের ভারতীয় দলের কার্যত সব ক্রিকেটাররা। একমাত্র সেই দলে থাকতে পারছেন না জাহির খান আর যুবরাজ সিং। তাঁরা ইউএইতে টি-১০ টুর্নামেন্ট খেলছেন। তাই আসতে পারবেন না।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে কী খাওয়াচ্ছেন প্রেসিডেন্ট সৌরভ?