কেন্দ্রের বিজেপি সরকার গান্ধি পরিবারের সকলের উপর থেকে তুলে নিয়েছে এসপিজি নিরাপত্তা। আপাতত সিআরপিএফের নিরাপত্তা পাচ্ছেন গান্ধি পরিবারের সদস্যরা। এসপিজি নিরাপত্ত উঠে যাওয়ার পর সোমবার এই প্রথমবার সংসদে প্রবেশ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। অন্য সাংসদরা যে গেট দিয়ে প্রবেশ করেন, সেই এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলেন সোনিয়া। এর আগে তিনি অন্য গেট দিয়ে প্রবেশ করতেন। তাঁকে ফুলে-মালায় অভিনন্দন জানালেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীসহ সংসদের বিভিন্ন কর্মী।































































































































