শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। বিগত দু’দিন ধরে সর্বদলীয় বৈঠকে সব ধরণের আলোচনার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিলেও এবার সংসদ যে বারে বারেই উত্তপ্ত হবে, তা প্রথম দিনেই সুর বেঁধে দিয়েছেন সাংসদরা। একটি পর একটি মুলতুবী প্রস্তাব প্রথম দিনেই আনা শুরু করেছেন কংগ্রেস সাংসদরা। অন্যদিকে তৃণমূল সাংসদরা একদিকে যেমন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাজ নিয়ে সোচ্চার হবেন ঠিক তেমনি বামেরা সরকারি সংস্থা বন্ধ করা, কিংবা ব্যক্তি মালিকানায় আনা, কৃষকদের মজুরি বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হবেন। শিবসেনার ভূমিকা অবশ্যই এবার দেখার মতো।































































































































