সব সরকারি স্কুলে সাঁওতালি ভাষাকে প্রাধান্য দিয়ে চালু করতে হবে অলচিকি লিপি। এই দাবিতে সোমবার সকালে ঝাড়খণ্ড দিশম পার্টির সদস্যরা মালদা জেলা জুড়ে অবরোধ করেন। এদিন মালদহ, বামনগোলা সহ বেশ কয়েকটি জায়গায় ওই সংগঠনের পক্ষ থেকে অবরোধ আন্দোলন করা হয়।
সোমবার, দুপুরে মালদার কালুয়াদিঘি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এর জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক জুড়ে যানজট দেখা দেয়। সংগঠনের নেতা শ্রীমান হাঁসদা দাবি জানান, প্রাইমারি ও হাইস্কুলগুলিতে অলচিকিলিপিতে পঠনপাঠন শুরু করতে হবে। এছাড়াও ইংরেজবাজার শহরে টোটো চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-হার্ট ব্লক, অ্যাঞ্জিওপ্লাস্টি করে সুস্থ হলেন মন্ত্রী রবীন্দ্রনাথ





























































































































