সাংসদ নুসরত জাহান হঠাৎ অসুস্থ। তীব্র শ্বাসকষ্টজনিত কারণে তিনি একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। মূলত শ্বাস প্রশ্বাস নিতে তীব্র অসুবিধা হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। সাংসদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তিনি কিছু ওষুধ খান। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই সম্ভবত এই ঘটনা ঘটেছে। তবে এখনই নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। চিকিৎসকরা দেখছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা আশ্বস্ত করেছেন দ্রুত সুস্থ হয়ে যাবেন অভিনেত্রী তথা সংসদ।





























































































































