‘সিটি অফ জয়’ এখন ‘পিঙ্ক সিটি’। ইডেন টেস্টের প্রাক্কালে কলকাতা হয়েছে ‘গোলাপি’ শহর। আগামী 22 নভেম্বর গোলাপি বল দাপাবে ইডেনের সবুজ 22 গজ। ম্যাচের আগেই তাই গোলাপি হয়েছে শহর৷ শুক্রবার ইডেনে থাকবেন শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ-সহ অজস্র তারকা। থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরও৷ প্রথম দিনেই বিরাট এবং মমিনুলের সঙ্গে গোটা ইডেন গলা মেলাবে কবিগুরুর লেখা দু’পারের জাতীয় সঙ্গীতে৷ গঙ্গাবক্ষে রবিবার থেকেই ভাসছে গোলাপি জলযান৷ গোলাপি রঙে ঝলমল করছে রাতের গঙ্গা৷ কার্যত গোটা শহরই এখন গোলাপি।