সংসদীয় ইতিহাসে রাজ্যসভা সবসময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে: মোদি

0
6

ভারতের সংসদীয় ইতিহাসে রাজ্যসভার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সংসদের দ্বিতীয় কক্ষ বলে এর অবদানকে অস্বীকার করা যায় না। সোমবার ভারতের রাজ্যসভার ২৫০ তম অধিবেশন উপলক্ষ্যে তাঁর বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, রাজ্যসভা সবসময়ই আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অনেকেই ভেবেছিলেন তিন তালাক বিল রাজ্যসভায় পাশ হবে না। কিন্তু সেই অনুমান ভুল প্রমাণ করে রাজ্যসভা তিন তালাক বিল পাশ করেছে। জিএসটি বিলের মত গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপই হোক বা ৩৫এ ধারা সংক্রান্ত বিল, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তা পাশ করেছে রাজ্যসভা।

মোদি বলেন, যাঁরা সক্রিয় রাজনীতি না করেও দেশের জন্য কাজ করতে চান তাঁদের সুযোগ করে দেয় রাজ্যসভা। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকারও রাজ্যসভার মাধ্যমে দেশগঠনের কাজ করেন। ভবিষ্যতেও রাজ্যসভা নিশ্চিতভাবেই দেশের উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবে বলে আশা করি।

আরও পড়ুন-জেএনইউ-তে ফের বিক্ষোভ, বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহারের দাবি