এলাহাবাদ, ফৈজবাদের নাম বদলানো হয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজরে এবার আগ্রা। আগ্রার নাম বদলের উদ্যোগ নিতে চলেছে যোগী সরকার৷ পরিকল্পনা অনুযায়ী, আগ্রার নতুন নাম হতে পারে ‘অগ্রবান’।সূত্রের খবর, আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে এই নামের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুগম আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “উত্তরপ্রদেশ সরকার আমাদের কাছে জানতে চেয়েছে, আগ্রা শহরের দ্বিতীয় কোনও নাম আছে কি’না। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি এবিষয়ে আমরা রিপোর্ট পেশ করব।”
উত্তরপ্রদেশের নানা জায়গার নাম পরিবর্তন ইতিমধ্যেই করেছে ওই রাজ্যের সরকার। মোগলসরাই স্টেশনের নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। এ বার আগ্রা। কিন্তু কেন হঠাৎ এই প্রাচীন শহর? সরকারের দাবি, আগে আগ্রা শহরের নাম ছিল অগ্রবান। তাই যোগী চান, ফের এই নামেই আগ্রাকে ডাকা হোক।































































































































