লোকসভায় চিট ফান্ড বিল বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে যখন দুরমুশ করছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, ঘটনাচক্রে তখন স্পিকারের চেয়ারে তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার। লকেট কার্যত জনসভায় রাজনৈতিক বক্তৃতার মত আক্রমণ করে গিয়েছেন তৃণমূলকে। হেসে শুনে যাওয়া ছাড়া কাকলির কিছু করার নেই। দুএকবার বলেছেন,” আপনি বিলের উপর বলুন।” কখনও কোনো অংশে বলেছেন,” রেকর্ডে থাকবে না। অসংসদীয় কথা। বাদ।” কিন্তু তা দিয়ে থামানো যায় নি লকেটকে। তৃণমূল বেঞ্চ থেকে আপত্তি উঠলে তর্ক জুড়ে দেন লকেট। তখন কাকলিকে বলতে হয়,” ওদিকে না। আপনি আমার দিকে তাকিয়ে বলুন।” লকেট তৃণমূল নেতৃত্বকে আক্রমণের পাশাপাশি বলেন,” কেলেঙ্কারির প্রায় চল্লিশ শতাংশ টাকা তো এজেন্টদের কাছে রয়েছে। এরা তৃণমূলের ক্যাডার। এই বিরাট অঙ্কের টাকাও উদ্ধার করা দরকার।” সারদা, রোজভ্যালি, আইকোর, প্রয়াগসহ বিভিন্ন চিটফান্ডের নাম টেনে আক্রমণ করেন লকেট।





























































































































