সবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়

0
5

সবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়। দেশের বিভিন্ন অংশ থেকে কেরলের ওই মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। তিরুপতি থেকে ৪৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে আসছে এক কুকুর। ১৩ পুণ্যার্থীর সঙ্গে কর্ণাটকের চিকমাগালুর জেলার কোট্টিঘেরা গ্রামে পৌঁছে গিয়েছে ওই সারমেয়। গত ৩১ অক্টোবর পুণ্যার্থীদের ওই দলটি তাদের যাত্রা শুরু করেছিল। কিছুদূর যাওয়ার পর তাঁরা বুঝতে পারেন তাঁদের সঙ্গ নিয়েছে এক সারমেয়।

সংবাদসংস্থা এএনআইকে পুণ্যার্থীরা জানিয়েছেন, কুকুরটির সঙ্গ নেওয়ার ব্যাপারটি টের পেতেই ওকে খাবার দিতে শুরু করেন তাঁরা। প্রতিবছরই সবরীমালায় আসেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, ১৩ পুণ্যার্থীর ওই দলটি এখন ঠিক করেছে কুকুরটিকে সঙ্গে নিয়েই সবরীমালায় যাবেন তাঁরা। যাত্রা পথে কুকুরটির পায়ে চোট লেগে যায়। তার চিকিৎসাও করা হয়েছে পশু চিকিৎসকদের দিয়ে।


আরও পড়ুন – শ্রমিক অসন্তোষে নফরচাঁদ জুটমিলে বন্ধ উৎপাদন