ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর এবার মোদি সরকারের থাবা বিমা সংস্থাগুলির দিকে। তিনটি সরকারি বিমা সংস্থাকে মিলিয়ে দেওয়া হবে। সরকারের আশা, এর ফলে হাল ফিরবে সংস্থাগুলির।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বাজেটের পরেই সরকার এ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। যে তিনটি বিমা সংস্থাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেগুলি হল — ন্যাশনাল ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড ও ওরিয়েন্টাল ইন্সুইরেন্স লিমিটেড। তিনটি সংস্থারই আর্থিক হাল গুরুতর। তাই আপাতত তিনটির সংযুক্তিকরণের মাধ্যমে হাল ফেরানোর চেষ্টা। তিনটি সংস্থাই আর্থিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সরকারের সাহায্য চেয়েছিল। সংস্থাগুলি বাঁচাতে এখনই দরকার পুনর্ণবীকরণের। ২০১৯-২০ বাজেটে এই তিন সংস্থার জন্য কোনও অর্থনৈতিক সাহায্যের জায়গাই রাখা হয়নি। সেই কারণে অর্থ দফতরের ডিএফএস বিভাগকে ১২ হাজার কোটি আর্থিক সহায়তা দিতে হবে।






























































































































