অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে রবিবারই এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে বাগডোগরা তে পৌঁছেছে। গতকাল ভোর রাতে তিনি হৃদরোগ জনিত অসুস্থতার কারণে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার বলে স্থানীয় চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কলকাতা নিয়ে যাওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দ্বায়িত্ব নেন। পরিবার সূত্রে জানানো হয়েছে একাধিক বার তিনি নিজে ফোনে যোগাযোগ করেছেন পরিবারের সাথে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ছেলে পঙ্কজ ঘোষ জানিয়েছেন, “শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস ফোন করে খোঁজখবর নিয়েছেন। তাঁদের পরামর্শেই কলকাতায় এনআরএস-এ নিয়ে যাওয়া হচ্ছে।” মুখ্যমন্ত্রী কোচবিহার সফরের আগে কোচবিহারে তৃণমূলের কারিগর রবীন্দ্রনাথ ঘোষের এই শারীরিক অবনতি চিন্তায় ফেলেছে জেলা তৃণমূল সংগঠনকে। সোমবার কোচবিহারেই দলীয় বৈঠক করবেন সুপ্রিমো। তার আগে এই ঘটনা রীতিমত কাল ঘাম ছোটাচ্ছে কোচবিহারের তৃণমূল শিবিরে।

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা বলেন “কোচবিহার সংগঠন তৈরি করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঘোষের বিশেষ অবদান রয়েছে। তিনি মানুষের জন্য লড়াই করেছেন। তাই তাঁর অসুস্থতার কথা শুনে কোচবিহারের বহু মানুষ উদ্বিগ্ন আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। কোচবিহারে তৃণমূল সংগঠন এই একটি মানুষের ওপরেই ভিত্তি করেই টিকে আছে। লোকসভা নির্বাচনে হারের পরে এই একটি নেতা যিনি গোটা কোচবিহার সহ উত্তরবঙ্গ চষে বেরিয়ে তৃণমূলের মাটি শক্ত করেছেন। তাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে কোচবিহারের সকল মানুষ। ”
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আসার আগেই রাসমেলা চত্ত্বরে আগুন, পুড়ল দোকান





























































































































