কর্পোরেট অফিসের মতো এবার সংসদেও বায়োমেট্রিক! সাংসদদের ফাঁকি দেওয়া রুখতে সচিবালয় এই পথেই যেতে চাইছে। সাংসদরা কখন যাচ্ছেন, আসছেন, কতক্ষণ থাকছেন, তা পরিস্কার বোঝা যাবে।
সংসদের নিয়ম অনুযায়ী একবার সই করলে সাংসদ সেদিনের ভাতা পাবেন। প্রতিদিন দু’হাজার টাকা। সই না করলে মেলে না। প্রধানমন্ত্রী শুধু নিজের দলের সাংসদকে নয়, সব দলের সাংসদকেই বারবার সংসদে উপস্থিত থেকে বিতর্কে অংশ নিতে, নিজের কেন্দ্রের কথা তুলে ধরতে অনুরোধ করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে, এমনকি বিল পাসের সময়েও অনুপস্থিতি বারবার চোখে পড়েছে। বর্তমান পরিস্থিতি জানতে প্রধানমন্ত্রী তাঁর টেবিলে প্রত্যেক দিন সন্ধ্যা ৬টায় উপস্থিতির রিপোর্ট দিতে বলেছেন। আলাদা করে সেখানে থাকবে দলের সাংসদদের উপস্থিতির খতিয়ান। বায়োমেট্রিক করলে কে কতক্ষণ থাকছেন, সেটাও স্পষ্ট হয়ে যাবে। সংসদের স্থায়ী কমিটিতেও বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। শুক্রবার দিল্লির দূষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হয়ে যায় সাংসদ এবং কমিটির সদস্যরা না আসায়। থাকার কথা ছিল ২৫ জনের, ছিলেন মাত্র ৪জন। তারপর বায়োমেট্রিক করার ভাবনা আরও জোরাল হয়েছে।





























































































































