কাল, সোমবার কোচবিহারের রাস মেলায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারা আগেই রাস মেলা প্রাঙ্গণে অগ্নিকাণ্ড। গ্যাসের সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটে। তবে ঘটনা বেশি দূর এগোয়নি। তার আগেই যথাযথ ব্যবস্থা নেয় দমকল।
রবিবার সকালে দোকানের একটি সিলিন্ডার থেকে আগুন লাগে। দোকানটি থেকে ধোঁয়া বেরতে শুরু করে খবর যায় দমকলে। আসে তিনটি ইঞ্জিন। তবে ওই দোকান থেকে আরও বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরে আসার কথা। ফলে সেখানে এই ঘটনা কার্যত কপালে ভাঁজ ফেলেছে পুলিশ-প্রশাসনের।

কাল সোমবার মুখ্যমন্ত্রী প্রথমে কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা করবেন। তারপর সেখান থেকে মদনমোহন মন্দিরে যাবেন। তারপর রাসমেলার মাঠে যাওয়ার কথা তাঁর।
আরও পড়ুন-দিল্লির রাস্তায় গৌতম গম্ভীরের নামে পোস্টার! কিন্তু কেন?





























































































































