মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে মিলে সরকার গড়ার তোড়জোড়ের মধ্যেই এনডিএ ত্যাগের বার্তা দিল শিবসেনা। প্রায় 30 বছর ধরে বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলা এই উগ্র হিন্দুত্ববাদী দল এখন কংগ্রেসের কাছাকাছি আসতে মোদি সরকারের সঙ্গে সবরকম দূরত্ব বজায় রাখার চেষ্টায় নেমেছে। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদের আসন্ন অধিবেশনে তাঁরা ট্রেজারি বেঞ্চের দিকে নয়, বসবেন বিরোধী আসনেই। বর্তমানে লোকসভায় 18 জন ও রাজ্যসভায় 3 জন সাংসদ আছে শিবসেনার। দুই কক্ষেই তাঁরা বিরোধী আসনে বসবেন। পাশাপাশি রবিবার এনডিএর বৈঠকেও যোগ দেবে না শিবসেনা।































































































































