দিল্লিতে ক্রমশ বেড়েই চলেছে দূষণ। পাল্লা দিয়ে দূষণ বাড়ছে কলকাতা সহ হাওড়া ঘুসুড়িতেও। গত সপ্তাহে বৃষ্টির কারণে দূষণ কিছুটা কমলেও ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর। তবে হাওড়া ঘুসুড়ির চেয়ে দূষণ অনেকটা কম মহানগরে।
সেখানে আজ সকাল ৮ এয়ার কোয়ালিটি ইনডেক্স লেভেল ছিল দুশো পঁচাশি। আর কলকাতার ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা একশো বাষট্টি।





























































































































