প্রথমে সেঞ্চুরি, আর এখন ডবল সেঞ্চুরি। দুরন্ত গতিতে ছুটছেন মায়াঙ্ক আগারওয়াল। দক্ষ ক্রিকেটার রোহিত শর্মা যখন ব্যর্থ হয়েছিলেন, এমনকি শূন্য হাতে যখন সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি, তখন ব্যাট হাতে রোহিত-বিরাটের ব্যার্থতাকে ঢেকে দিলেন মায়াঙ্ক আগারওয়াল। ত্যাঁর দুরন্ত ডবল সেঞ্চুরিতে চালকের আসনে ভারত।
যদিও তাঁকে বৃহস্পতিবার খেলার প্রথম দিনে সঙ্গ দিয়েছিলেন চেতেশ্বর পূজারা, আর আজ, শুক্রবার তাঁকে সঙ্গ দেন অজিঙ্কা রাহানে। তিনিও ৮৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।
দ্বিতীয় দিনের শুরু থেকে একইভাবে ফর্মে থাকেন মায়াঙ্ক। তাই মধ্যাহ্নভোজের পর নিজের কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেন তিনি। ভারতীয় ড্রেসিং রুমও খুশি হয় তাঁর এই পারফর্ম্যান্সে। আর এবার দ্বিশতরানও হাঁকিয়ে নিলেন তিনি। ছয় মেরে নিজের দ্বিশতরানটি করে ফেললেন তিনি। এই মুহূর্তে মায়াঙ্কের স্কোর ২০২। বর্তমানে চার উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৬৫।






























































































































