মুখ্যমন্ত্রীর তোপ প্রসঙ্গে রাজ্যপাল বললেন, সব বল খেলতে নেই!

0
8

নাম না করে রাজ্যপালকে নবান্ন থেকে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, মনোনীত ব্যক্তি বিজেপি নেতার মতো আচরণ করছেন, সীমা ছাড়াচ্ছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মানছেন না। তার জবাবে রাজ্যপাল জগদীপ ধনকড় বললেন, ক্রিকেটে সব বল খেলতে হয় না। কিছু বল ছাড়তে হয়। কিছু বল ‘নো’ হয়। সেই বলের সঙ্গে সেইরকমই ব্যবহার করতে হয়।

বিবৃতির লড়াইয়ে রাজ্যপাল ক্লান্তিহীন। প্রশ্ন উঠেছে তিনি তো সাংবিধানিক প্রধান রাজ্যের। নিজের সরকারকে এভাবে সমালোচনা করার অর্থ তো নিজের দিকেও অভিযোগের আঙুল তোলা!