ডেঙ্গু নিয়ে পুর অধিবেশনে তুমুল হট্টগোল, মীনাদেবীর নেতৃত্বে অধিবেশন বয়কট বিজেপির

0
1

কলকাতা পুরসভায় চলতি মাসের পুর অধিবেশনে আজ, শুক্রবার তুমুল হইহট্টগোল। অধিবেশন কক্ষ বয়কট করে বিজেপি। মিনাদেবী পুরোহিতের নেতৃত্বে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান আরও দুই কাউন্সিলর বিজয় ওঝা এবং তিস্তা বিশ্বাস।

এদিন মূলত ডেঙ্গু নিয়ে আলোচনা হয় অধিবেশনে। কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় মেয়রের নেতৃত্বে ডেঙ্গুর বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তাব আনেন। এরপর চেয়ায় পার্সন মালা রায় সব পক্ষকে একে একে বলার সুযোগ করে দেন।

কিন্তু মিনাদেবী পুরোহিত নিজের বরাদ্দ সময়ে ফেস্টুন তুলে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। মালা রায় তাঁকে সময় নষ্ট না করে নিজের বক্তব্য পেশ করতে বলেন। তারপরও বিজেপি কাউন্সিলর বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর মালা রায় কিছুটা অসন্তুষ্ট হয়ে মিনাদেবীকে অধিবেশন কক্ষের মধ্যে র…