এবার বিজন সেতু বন্ধ রেখে পরীক্ষা করতে চায় কেএমডিএ। আগামী সপ্তাহে টানা তিন দিন বন্ধ রেখে বিশেষজ্ঞদের দিয়ে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে চায় সংস্থা। সম্ভাব্য সময় দেওয়া হয়েছে ২২-২৪ নভেম্বর। কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়ে কেএমডিএর তরফে সময় চাওয়া হয়েছে। কলকাতা পুলিশ চিঠি পেয়ে দেখছে কবে সময় স্থির করা যায়। কারণ, বিজন সেতু দক্ষিণ কলকাতার কার্যত প্রাণকেন্দ্র। ওই পথে যাতায়াত করা যানবাহন কোথা দিয়ে ঘোরানো যাবে, তা খতিয়ে দেখা হচ্ছে। কেএমডিএ যে সময় দিয়েছে প্রয়োজনে তার পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।