রাজ্যের ADG-CID রাজীব কুমারকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় CBI-এর চিঠি পৌঁছে গিয়েছে রাজীব কুমারের কাছে। সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে। এর আগে একাধিকবার CBI রাজীব কুমারকে চিঠি পাঠিয়ে তলব করলেও তিনি হাজিরা দেননি।





























































































































