শিলিগুড়ির চিটফান্ড সংস্থা ‘সেবা’ বাজার থেকে কয়েক কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে বলে অভিযোগের তদন্তে নেমে CBI এবার শিলিগুড়ির ওই সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করেছে। CBI সূত্রের খবর, বাজার থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বেআইনি এই সংস্থাটি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে CBI শিয়ালদা এলাকা থেকে ওই সংস্থার কর্ণধার সঞ্জয় নাগ ও আশিস ধরকে গ্রেফতার করেছে। এরপরেই তাদের সল্টলেকের CGO কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ফের নতুন এক চিটফাণ্ডের আর্থিক তছরূপের ঘটনা সামনে আসার পরই বিরোধীদের বক্তব্য, তদন্ত চললে এক্ষেত্রেও হেভিওয়েট কিছু নেতা-মন্ত্রীর নাম সামনে আসতে পারে।





























































































































