নাম না করে এবারে সরাসরি রাজ্যপালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার ভাষায় বললেন, কেউ কেউ সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন। মনোনীত ব্যক্তি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বিজেপির মুখপাত্র হিসেবে কারও মুখে কথা শোনা যাচ্ছে। বৃহস্পতিবার নবান্নে দাঁড়িয়ে এভাবেই রাজ্যপাল জাগদীপ ধনকড়ের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্র কাঠামোর কথা। বলেন কেন্দ্রীয় সরকার নির্বাচিত সরকার তারা সংবিধান মেনে কাজ করবে। রাজ্য সরকারও নির্বাচিত, তারাও সংবিধানের পরিধির মধ্যে কাজ করবে। কিন্তু যদি সাংবিধানিক প্রধান সংবিধানকে অমান্য করেন তবে সেটাও দেখা উচিত কেন্দ্রীয় সরকারের।
আরও পড়ুন-JNU-তে ভাঙচুর বিবেকানন্দর মূর্তি





























































































































